|| Expected syllabus for Assam TET 2021 ; LANGUAGE ( BENGALI) FOR L.P. level ||
১. সাহিত্যের প্রথিতযশা সাহিত্যিক যেমন – রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম, সুকুমার রায়, যোগীন্দনাথ সরকার, শ্রীমন্ত শঙ্করদেব, লক্ষিনাথ বেজবরুয়া ।
২. বাংলা ভাষার জন্ম, ক্রমবিকাশ ও উপভাষা সম্পর্কে সাধারণ ধারণা ।
৩. (ক) বাংলা ভাষার স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ সম্পর্কে ধারণা ।
(খ) ণত্ববিধি ও যত্ববিধি সম্পর্কে সম্যক ধারণা ।
(গ) সন্ধি সম্পর্কে প্রাথমিক ধারণা ।
(ঘ) বাগধারা ও বাক্যাংশের প্রয়োগ সম্পর্কে ধারণা ।
(ঙ) সম্বন্ধ বাচক পুরুষ বিভক্তি ( আমার মা, তোমার মা, তাদের মা)
(চ) বিভক্তি, লিঙ্গ, বচন, নির্দিষ্টতা বাচক প্রত্যয় ইত্যাদি সম্পর্কে স্পষ্ট ধারণা ।
৪. (ক) মাতৃভাষা শিক্ষনের উদ্দেশ্য ও লক্ষ সম্পর্কে ধারণা
(খ) ভাষা শিক্ষনের মূল চারটি কৌশল যেমন- শ্রবণ, কথন, পঠন ও লিখন সম্পর্কে বিস্তারিত ভাবে জানা ।
Leave a Reply